ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

৫ বছর পর প্রেক্ষাগৃহে আসছে ‘জয়া আর শারমিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ১৩৩ বার
অবশেষে প্রেক্ষাগৃহে আসছে পাঁচ বছর আগে নির্মিত হওয়া জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিন’। ২০২০ সালে গোটা পৃথিবী যখন থমকে গিয়েছিল তখন শুরু হয়েছিল সিনেমাটির যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

কিছু গল্প থিতু হতে সময় নেয়।

মুহূর্তযাপনের মধ্য দিয়ে খুঁজে পায় তার আপন ভাষা। এমনই এক সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে জয়া চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মহসিনা আক্তার।বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’।

দুই নারী—জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প এটি। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় একটি ছোট্ট জগৎ, যা কিনা বাইরের ভীতিকর বাস্তবতায় ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরাতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও।জানা গেছে, মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ে সীমিত একটি টিমের সহযোগিতায় নির্মিত হয়েছে ছবিটি। শিগগিরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

এর আগে জয়া আহসান জানিয়েছিলেন, জয়া আর শারমিন দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি। জয়া, মহসিনা ছাড়া এখানে আরো অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

‘জয়া আর শারমিন’ প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে তিন লাখ কোটি টাকা

৫ বছর পর প্রেক্ষাগৃহে আসছে ‘জয়া আর শারমিন

আপডেট টাইম : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
অবশেষে প্রেক্ষাগৃহে আসছে পাঁচ বছর আগে নির্মিত হওয়া জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিন’। ২০২০ সালে গোটা পৃথিবী যখন থমকে গিয়েছিল তখন শুরু হয়েছিল সিনেমাটির যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

কিছু গল্প থিতু হতে সময় নেয়।

মুহূর্তযাপনের মধ্য দিয়ে খুঁজে পায় তার আপন ভাষা। এমনই এক সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে জয়া চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মহসিনা আক্তার।বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’।

দুই নারী—জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প এটি। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় একটি ছোট্ট জগৎ, যা কিনা বাইরের ভীতিকর বাস্তবতায় ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরাতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও।জানা গেছে, মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ে সীমিত একটি টিমের সহযোগিতায় নির্মিত হয়েছে ছবিটি। শিগগিরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

এর আগে জয়া আহসান জানিয়েছিলেন, জয়া আর শারমিন দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি। জয়া, মহসিনা ছাড়া এখানে আরো অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

‘জয়া আর শারমিন’ প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।