ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ: চরমোনাই পীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৮ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ ও তত্ত্বাবধায়ক সরকারের শাসন দেখেছি। কেউই আমাদের শান্তি ও সমৃদ্ধি দিতে পারেনি। ইসলামী নীতি আদর্শের বাইরে থেকে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অসম্ভব। এজন্যই দেশের মানুষ ইসলামী শাসন দেখতে চায়। সেই পরিবেশও এখন তৈরি হয়েছে। আমরা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটি ভোটবাক্স দেওয়া যায় তা চিন্তা করেছি। এ বিষয়ে জোরেসোরে কাজ চলছে।

বুধবার (৯ এপ্রিল) রাতে বাগেরহাট শহরের খারদ্বার মাদরাসা ময়দানে মাহফিলের আগমুহূর্তে সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।

সংস্কার ও নির্বাচন বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নে তিনি বলেন, গেল ১৫ বছরের বেশি সময় ধরে ফ্যাসিস্ট সরকার দেশে যা ইচ্ছে তাই করেছে। প্রতিটি ক্ষেত্রে তাদের দোসররা রয়েছে। দেশটা একটা বিদেশী তাবেদার বানিয়ে রেখেছিল। সংবিধানটিকে তারা নিজেদের দলীয় একটি কাগজের মত করে ফেলছিল। যখন যা মন চেয়েছে, তখন তা সংবিধানে বসিয়েছে। নিজেদের প্রয়োজনে সংশোধন করা হয়েছে। এজন্য নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটি যৌক্তিক এবং যতটুকু না হলে নয়, ততটুকু করেই নির্বাচন দেওয়া উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার যে ঘোষণা এসেছে, আমরা এবং দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাই। স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় হলে, কোন সমস্যা আছে বলে আমাদের মনে হয় না।

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার বিষয়ে চরমোনাই পীর বলেন, পহেলা বৈশাখ উদযাপিত হবে দেশিয় সংস্কৃতিতে। তবে দেশিয় সংস্কৃতির নামে উলঙ্গপানা ও বেহায়াপানা না করতে আমরা অনুরোধ করেছি।

ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, আল্লাহ আমাদের যতটুকু শক্তি দিয়েছে, সেই অনুযায়ী প্রতিবাদ করছি। সারা পৃথিবীর মানুষ ইসরাইলের বিরুদ্ধে কথা বলছে, আমরা বাংলাদেশিরাও গণহত্যার প্রতিবাদ করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। তবে বাংলাদেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ থেকে যারা লুটপাট করেছে, তাদেরকে ধিক্কার জানান এই ধর্মীয় নেতা। সবাইকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া এবং দোয়া করার আহবান জানান চরমোনাই পীর।

এদিন খারদ্বার কারিমীয়া বহুমুখী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ: চরমোনাই পীর

আপডেট টাইম : ১০:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ ও তত্ত্বাবধায়ক সরকারের শাসন দেখেছি। কেউই আমাদের শান্তি ও সমৃদ্ধি দিতে পারেনি। ইসলামী নীতি আদর্শের বাইরে থেকে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অসম্ভব। এজন্যই দেশের মানুষ ইসলামী শাসন দেখতে চায়। সেই পরিবেশও এখন তৈরি হয়েছে। আমরা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটি ভোটবাক্স দেওয়া যায় তা চিন্তা করেছি। এ বিষয়ে জোরেসোরে কাজ চলছে।

বুধবার (৯ এপ্রিল) রাতে বাগেরহাট শহরের খারদ্বার মাদরাসা ময়দানে মাহফিলের আগমুহূর্তে সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।

সংস্কার ও নির্বাচন বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নে তিনি বলেন, গেল ১৫ বছরের বেশি সময় ধরে ফ্যাসিস্ট সরকার দেশে যা ইচ্ছে তাই করেছে। প্রতিটি ক্ষেত্রে তাদের দোসররা রয়েছে। দেশটা একটা বিদেশী তাবেদার বানিয়ে রেখেছিল। সংবিধানটিকে তারা নিজেদের দলীয় একটি কাগজের মত করে ফেলছিল। যখন যা মন চেয়েছে, তখন তা সংবিধানে বসিয়েছে। নিজেদের প্রয়োজনে সংশোধন করা হয়েছে। এজন্য নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটি যৌক্তিক এবং যতটুকু না হলে নয়, ততটুকু করেই নির্বাচন দেওয়া উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার যে ঘোষণা এসেছে, আমরা এবং দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাই। স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় হলে, কোন সমস্যা আছে বলে আমাদের মনে হয় না।

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার বিষয়ে চরমোনাই পীর বলেন, পহেলা বৈশাখ উদযাপিত হবে দেশিয় সংস্কৃতিতে। তবে দেশিয় সংস্কৃতির নামে উলঙ্গপানা ও বেহায়াপানা না করতে আমরা অনুরোধ করেছি।

ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, আল্লাহ আমাদের যতটুকু শক্তি দিয়েছে, সেই অনুযায়ী প্রতিবাদ করছি। সারা পৃথিবীর মানুষ ইসরাইলের বিরুদ্ধে কথা বলছে, আমরা বাংলাদেশিরাও গণহত্যার প্রতিবাদ করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। তবে বাংলাদেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ থেকে যারা লুটপাট করেছে, তাদেরকে ধিক্কার জানান এই ধর্মীয় নেতা। সবাইকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া এবং দোয়া করার আহবান জানান চরমোনাই পীর।

এদিন খারদ্বার কারিমীয়া বহুমুখী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।