ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৭জন নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।
নিহতদের মধ্যে ঘটনাস্থলে ৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুইজন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়ার সরদার (৬৫) ও তার ছেলে ইমান সরদার (২৮), কাঠিয়া বড়গ্রামের রাজিব খানের স্ত্রী দীপা খান (৩৪), জেলা সদরের চরচাদপুর গ্রামের বলরাম সরকারের স্ত্রী মালতী সরকার (৪০), জেলা শহরের মোল্যাবাড়ি সড়ক এলাকার ফজিরুন নেছা (৬০), চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জের আলম (৪০) ও লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার পুর্ব ফকিরপাড়ার আজিবুর হোসেন (৪০)।
স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে আঘাত করে খাদের মধ্যে উল্টে যায়। এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় ৭ থেকে ৮ ফুট বাসের ভেতরে ঢুকে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিক এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। হতাহতদের উদ্ধার করে ইতোমধ্যেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।