ভারতের বিপক্ষে শেষ ১০টি ওয়ানডে ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে মাত্র ২টিতে। দুই দলের ৫০ ওভারের লড়াইয়ে এই পরিসংখ্যানেই ভারতের শক্তি ফুটে ওঠে। ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে আজ রবিবার চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বে মাঠে নেমেছে পাকিস্তান। দলটির হয়ে কেবল সৌদ শাকিলই ফিফটি পেয়েছেন। তবুও ২৪১ রানের লড়াই করার মতো পুঁজি পেয়েছে পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান এই ম্যাচটি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচ। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে আয়োজক দেশটির। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ সব শটে ইতিবাচক শুরু এনে দেন বাবর আজম।
নিখুঁত সব কভার ড্রাইভ ও ফ্লিকে দলকে এগিয়ে নিতে থাকেন তিনি। তবে দলীয় নবম ওভারের দ্বিতীয় বলে ছন্দপতন ঘটে তার। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষ হয় তার ২৬ বলে ২৩ রানের ইনিংস। পরের ওভারে আউট হয়ে যান ফখর জামানের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পাওয়া ইমাম-উল-হকও। এই ওপেনারের ব্যাট থেকে ২৬ বলে আসে মাত্র
দুই ওপেনারের আউটের পর সতর্ক হয়ে যায় পাকিস্তান। ধীরগতিতে খেলতে থাকেন অধিনায়ক রিজওয়ান ও সৌদ শাকিল। ২৬তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় শতরান পূর্ণ করেন শাকিল। শতরান পার করার পর অবশ্য কিছুটা আক্রমণাত্মক হন এই দুজন। ১০২ রানের জুটি গড়ার পর থামেন রিজওয়ান। ৪৬ রান করতে তিনি ব্যয় করেন ৭৭ বল। ১৫১ রানে তৃতীয় উইকেট হারানো পাকিস্তান দুই শ রান করতে হারায় ৭ উইকেট।
কোনো ক্রিকেটারই দলের হয়ে বড় প্রভাব রাখতে পারেননি। সাত নম্বরে নামা খুশদিল শাহ ৩৯ বলে ৩৮ রান না করলে আরও আগেই অলআউট হয়ে যেত আয়োজক দেশটি। ৭৬ বলে দলের সর্বোচ্চ ৬২ রান আসে শাকিলের ব্যাটে।
পাকিস্তানের বিপক্ষে এদিন দুর্দান্ত বল করেন হার্দিক পান্ডিয়া। ৮ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ৩ উইকেট নেওয়া কুলদীপ যাদব ৯ ওভারে দেন ৪০ রান।