নিউইয়র্কে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুরু হয়েছে। শুক্রবার দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধনের মধ্যদিয়ে দুর্গাপূজার অনুষ্ঠানিকতা শুরু হয়। ওঁম শক্তি মন্দিরে শুরুর দিন শুক্রবারে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় জমে। অসীম দে শংকর, গৌরাঙ্গ রায়, স্বপন কুণ্ডু ও স্বরূপ সাহা পূজার আনুষ্ঠানিকতার দিন সবাইকে স্বাগত জানান। এরপর ঢাকের ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির এলাকা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। শনিবার মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্তলোকে (পৃথিবী) আসছেন। আর দেবী স্বর্গলোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে।
বাংলাদেশ বেদান্ত সোসাইটি: এবার নিউইয়র্কে বড় পরিসরে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করছে বাংলাদেশ বেদান্ত সোসাইটি। ৯ ও ১০ অক্টোবর রোববার এবং সোমবার উডসাইডের কুইন্স প্যালেসের পূজা মণ্ডপে চলবে দুর্গোৎসব। এতে থাকছে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত সঙ্গীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনা থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টায়। রোববার ৯ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিষদ নিবেদিত গিরীনন্দিনী, সোমবার ১০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে রঞ্জনী নিবেদিত দুর্গতি নাশিনী উপস্থাপিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬ টায় শ্রী নীলকমল ভৌমিক নিবেদন করবেন শ্রী শ্রী চণ্ডী পাঠ থাকবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, শিল্পী কৃষ্ণা তিথি, তনিমা হাদী, শাহ মাহবুব, মৌগন্ধা, রোকসানা মির্জা, শতরুপা এবং ইন্ডিয়ান আইডল ভয়েস অব সেভেন সিস্টারস দেবারতি। অনুষ্ঠান উপস্থাপনা করবেন নর্থ আমেরিকার জনপ্রিয় প্রোগ্রাম উপস্থাপক ও টিবিএন ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার নিম্মি। অনুষ্ঠানে গ্র্যান্ড স্পন্সর বিশিষ্ট রিয়েল স্টেট ইনভেস্টর ও সংস্কৃতসেবী আনোয়ার হোসেন। দুর্গোৎসবের মিডিয়া পার্টনার মুক্তিবার্তা ২৪ ডটকম।
নিউইয়র্কের দুর্গাপূজা
অনুষ্ঠানে থাকবে নিউইয়র্কের কমিউনিটি এবং মূলধারার নেতৃবৃন্দ। বাংলাদেশ বেদান্ত সোসাইটির সার্বজনীন শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি করা হয়েছে আশীষ রায় এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রীনা সাহাকে।
রীনা সাহা বলেন, সার্বজনীন শারদীয় উৎসবকে সার্বজনীন করতে জোর প্রচেষ্টা চলছে। আমাদের কাজ প্রায় গুছিয়ে এনেছি। প্রবাসে থেকে যাতে উৎসব আর ধর্মীয় আচারের কোন কমতি না হয় সে কথা মাথায় রেখে আগানো হচ্ছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন: ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত জ্যামাইকার ১০৪-১৪ লিভারপুল ষ্ট্রীটে মহামায়া মন্দিরে সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করেছে আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন।
হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইন্ক: ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাউথ রিচমন্ড হিলের ৯৭-১৯ ১২৭ স্ট্রিটে শ্রী শ্রী হরি মন্দিরে সার্বজনীন শারদীয় দূর্গোৎসবের আয়োজন করেছে হরিচাঁদ -গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইন্ক। দায়িত্বপ্রাপ্ত সেবক মতুয়া শ্রী সমীর মন্ডল ও মতুয়া শিখা রানী ঠাকুর সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রণ জানিয়েছেন।
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ: সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ,ইন্ক ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত উডসাইডের ৩৪-৬৩,৫৬ ষ্ট্রীটের দিব্যধাম সেবাশ্রম মন্দিরে সার্বজনীন শারদীয় দূর্গোৎসরেব আয়োজন করেছে। সভাপতি শ্রী প্রবীর কুমার রায় ও সাধারণ সম্পাদক শ্রী প্রভাষ চন্দ্র মণ্ডল সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রণ জানিয়েছেন।
জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন: ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী জ্যাকসন হাইটসের ৭২-১১ রুজভেল্ট এভিনিউয়ের নান্দুসে জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক ইন্ক ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী উডসাইডের ৫৯-১৫,৩৭ এভিনিউয়ের গুলশান টেরেস্’-এ শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজার আয়োজন করেছে। সভাপতি শ্রী রমাকান্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রী সুবল দেবনাথ সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রণ জানিয়েছেন।
শ্রী শ্রী রাধা মধাব মন্দির: ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী ব্রুকলিনের ২০৬ ইষ্ট ৯ ষ্ট্রীটের শ্রী শ্রী রাধা মধাব মন্দিরে শারদীয় দুর্গোৎসব হবে।
উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ: ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী জ্যামাইকার ১৫০-২৬ হিলসাইড এভিনিউয়ের বাবা বালক নাথ মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ। সংগঠনের আহ্বায়ক শ্রী লিটন নাথ ও যুগ্ম আহ্বায়ক সুকেশ রায়, জয়দেব পাল, বিপ্লব পাল, কনক কে কুণ্ডু ও তপন সরকার সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশ পূজা পূজা সমিতি: ১৫ ও ১৬ অক্টোবর শনিবার ও রবিবার সানি সাইডের ৪১ -২০ কুইন্স ব্লুলেবাডের সানি সাইড কমিউনিটি হলে বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক, ইনক ২৭ তম শারদীয় দূর্গোৎসবের আয়োজন করেছে। সংগঠনের অমিত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক টিটু দত্ত সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রণ জানিয়েছেন।
রাধাকৃষ্ণ সেবক সংঘ : ১৫ ও ১৬ অক্টোবর শনিবার ও রোববার ব্রঙ্কস সেন্ট রেমন্ড এভিনিউয়ের পিএস ১০৬-এ সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করেছে রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ ইনক।
পূজা শুরুর প্রথম দিনে দেবী দুর্গার ষষ্ঠীপূজা। এই পূজার অংশ হিসেবে সকালে রয়েছে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সোমবার উৎসবের পঞ্চম দিনে বিজয়া দশমীতে পূজার সমাপ্তি এবং প্রতিমা বিসর্জন হবে। এবার দেবীর আগমন ঘটেছে দোলায়। দেবীর গমন হবে গজে চড়ে।
দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব। শুরু হয় দেবীপক্ষে, শুরুর পর্বেও নাম ‘মহালয়া’, মহালয়াতে দেবী দুর্গাকে পিত্রালয়ে আবাহন জানানো হয়। মহালয়ার পরের দিন দ্বিতীয়া, এভাবেই তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। এ দশ দিনের মধ্যে মহালয়া এবং সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং দশমী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা দেবীর বোধন, আবাহন, পুষ্পাঞ্জলি, আরতি, চণ্ডীপাঠ, বিসর্জন, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।