দুর্দান্ত একটি বছর কাটিয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্রাভিস হেড। প্রথমবারের মতো ট্রফিটি জেতার পথে বাঁহাতি এই ব্যাটার ২০৮ ভোট পেয়েছেন। তিনি জশ হ্যাজলউডের থেকে ৫০ ভোটে এগিয়ে সেরা হন।
গত বছর ক্রিকেটের তিন ফরম্যাটেই দুর্দান্ত সময় কেটেছে হেডের। যেখানে ৪টি সেঞ্চুরিতে তিনি ১৪২৭ রান করেছেন। এছাড়া তিনি অ্যালেক্স ক্যারিকে পেছনে ফেলে ওয়ানডের বর্ষসেরাও হয়েছেন।
হ্যাজলউড ১৩.১৭ গড়ে টেস্টে ৩০টি উইকেট নিয়ে শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। আর অ্যাডাম জাম্পা বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন।
এদিকে নারী বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাবেল সাদারল্যান্ড।