প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের একটি মাফলারের দাম ৮৬ হাজার ৬০০ টাকা! সম্প্রতি এমন একটি গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে মাফলারটিকে নিয়ে এমন আলোচনায় একটু অবাকই হয়েছেন প্রেস সচিব। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদ্রুপের সুরে কথাও বলেছেন তিনি। জানালেন, মাফলারটি তিনি বিক্রি করতে চান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল-আমিন রহমান নামে এক ব্যক্তি প্রেস সচিব শফিকুল আলমের একটি ছবির সঙ্গে একটি ই-কমার্স সাইটের স্ক্রিনশট সংযুক্ত করে লেখেন, “আমি যা দেখছি আপনারা কি তাই দেখছেন? মাফলারের দাম ৮৬ হাজার ৬০০ টাকা!”
ঐ পোস্টের সঙ্গে তিনি সেই ই-কমার্স সাইটের লিংকও সংযুক্ত করেন, যেখানে একই রকম দেখতে একটি মাফলার ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ঐ ব্যক্তির পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, “৬০০ টাকাতেও মাফলারটি বিক্রি করতে পারলে খুশি হতাম। অন্তত তা দিয়ে বঙ্গবাজার থেকে দুটি নতুন মাফলার কিনতে পারতাম।”
পরে আরেকটি পোস্টে তিনি এই মাফলার গলায় দিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেন।
এদিকে আজ শনিবার শফিকুল আলম আবারও মাফলারটি মাথায় প্যাচিয়ে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, এই বিখ্যাত এবং বিতর্কিত বারবেরি মাফলারটির আসল দাম ৮৬ হাজার ৬শ টাকায় বিক্রি করা হবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এটি কিনতে পারেন ‘অভয়ারণ্য বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এ সব অর্থ পাঠিয়ে দেওয়া হবে। ফাউন্ডেশনটি আমার প্রিয় দাতব্য সংস্থাগুলির মধ্যে একটি। (বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকদের জন্য এর মূল্য ৮৬ হাজার ৬০০ টাকা।) চিন্তা করবেন না, আপনার পরিচয় প্রকাশ করা হবে না। সম্পূর্ণ ডাবল ওয়াশিং এর পর আপনি ডেলিভারি পাবেন!’
এদিকে তার এই পোস্টের নিচে মারিনা ইয়াসমিন নামের একজন নারী একই মাফলার গলায় দিয়ে একটি কমেন্ট করে লিখেছেন, ‘রাজীর ঘরে যে ধন আছে
উল্লেখ্য, এই মাফলারটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হওয়ার আগে থেকেই ব্যবহার করছেন শফিকুল আলম। তার প্রমাণস্বরূপ সম্প্রতি সেই মাফলার পরিহিত একটি ছবিকে তিনি কাভারফটো হিসেবে সংযুক্ত করেছেন নিজের ফেসবুক আইডিতে। যেখানে দেখা যাচ্ছে, ছবিটি ২০২২ সালের ২৬ ডিসেম্বর তোলা।