টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী জাহাজ ১৬ দিন পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ শনিবার দুপুরে জাহাজটি টেকনাফ স্থলবন্দর এসে পৌঁছায়। একই সঙ্গে আটক হওয়া আরও দুটি কার্গো বোট গত ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজত থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছিল।
এসব তথ্য নিশ্চিত করেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, এর আগে দুটি পণ্যবাহী কার্গো বোট আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। এই বোটগুলো মালামাল খালাস করে ইয়াংগুনে ফিরে গেছে। আরাকান আর্মির হাতে আটক থাকা সর্বশেষ জাহাজটিও ১৬ দিন পর আজ ছাড়া পেয়েছে। সেটি স্থলবন্দরে নৌঙর করা আছে। আমাদের কার্যক্রম শেষে, মালামাল খলাস করা হবে।
টেকনাফ বন্দরের কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, পণ্যবাহী জাহাজটি ছেড়ে দিয়েছে আরকান আর্মিরা। এতে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। কিন্তু আশা করছি, দুদেশের সীমান্ত বাণিজ্য পুনরায় পণ্য আমদানি অব্যাহত থাকবে।
এর আগে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক করা হয় পণ্যবাহী তিনটি কার্গো। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। এর মধ্য গত ২০ জানুয়ারি দুটি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।