টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার মূল কার্যক্রম। এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে দলে দলে আসছেন মুসল্লিরা।
এদিন দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা জুবায়ের।
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইতোমধ্যে দেশ—বিদেশের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে মুসল্লিরা ইজতেমা ময়দানে ছুটছেন। ভোর থেকেই বিভিন্ন যানবাহনের মাধ্যমে টঙ্গী ও ঢাকার আশেপাশের জেলা থেকে টুপি পাঞ্জাবি পরা মুসল্লিরা ইজতেমার ময়দানের দিকে ছুটছেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক।