ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিদের মাল্টিপল ভিসা এন্ট্রি সুবিধা দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৪ বার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে তাঁরা প্রয়োজনমতো দেশে ফিরে আসা এবং আবার মালয়েশিয়ায় ফেরার সুযোগ পাবেন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মহম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে এলে আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে দ্রুত প্রবেশাধিকার দেওয়ার বিষয়েও উদ্যোগ নিতে অনুরোধ করেন। এই ১৮ হাজার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ছিল গত বছরের মে মাস। তবে তাঁরা সে সময়ের মধ্যে কাজে যোগ দিতে পারেননি।

হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ কারিগরি কমিটির একটি বৈঠক গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে মঙ্গলবার আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মালয়েশিয়া দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দল সেখানে কর্মসংস্থানের পরিকল্পনা করতে পারে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আসিয়ানে সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশকে আসিয়ানে সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং পরবর্তী সময়ে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণে সমর্থন চেয়েছেন।

প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ আসন্ন রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থন প্রত্যাশা করছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯/১৮২ প্রস্তাব অনুযায়ী ২০২৫ সালে আসিয়ানের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্বপ্রাপ্ত মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে বাংলাদেশে আরও বেশি মালয়েশিয়ান বিনিয়োগ আনার এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান, যাতে দেশের তরুণ জনগোষ্ঠীর পূর্ণ সদ্ব্যবহার সম্ভব হয়।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনার বাংলাদেশে অবস্থানের সময় আমাদের দুই দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করি।’ প্রধান উপদেষ্টা জানান, চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শক বৈঠকের জন্য বাংলাদেশ মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ২০২৫ সালের মধ্যভাগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে বাংলাদেশ প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বাংলাদেশিদের মাল্টিপল ভিসা এন্ট্রি সুবিধা দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আপডেট টাইম : ০৬:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে তাঁরা প্রয়োজনমতো দেশে ফিরে আসা এবং আবার মালয়েশিয়ায় ফেরার সুযোগ পাবেন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মহম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে এলে আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে দ্রুত প্রবেশাধিকার দেওয়ার বিষয়েও উদ্যোগ নিতে অনুরোধ করেন। এই ১৮ হাজার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ছিল গত বছরের মে মাস। তবে তাঁরা সে সময়ের মধ্যে কাজে যোগ দিতে পারেননি।

হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ কারিগরি কমিটির একটি বৈঠক গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে মঙ্গলবার আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মালয়েশিয়া দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দল সেখানে কর্মসংস্থানের পরিকল্পনা করতে পারে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আসিয়ানে সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশকে আসিয়ানে সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং পরবর্তী সময়ে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণে সমর্থন চেয়েছেন।

প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ আসন্ন রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থন প্রত্যাশা করছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯/১৮২ প্রস্তাব অনুযায়ী ২০২৫ সালে আসিয়ানের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্বপ্রাপ্ত মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে বাংলাদেশে আরও বেশি মালয়েশিয়ান বিনিয়োগ আনার এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান, যাতে দেশের তরুণ জনগোষ্ঠীর পূর্ণ সদ্ব্যবহার সম্ভব হয়।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনার বাংলাদেশে অবস্থানের সময় আমাদের দুই দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করি।’ প্রধান উপদেষ্টা জানান, চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শক বৈঠকের জন্য বাংলাদেশ মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ২০২৫ সালের মধ্যভাগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে বাংলাদেশ প্রস্তুত।