জামায়াতের ডাকা হরতালেও ফাজিল (স্নাতক) পরীক্ষা চলবে।
মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান দেশের ১২৭৭টি মাদ্রাসায় ফাজিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা হরতালেও চলবে।
নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, ১৪ জুন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী ১৯ আগস্ট। এই পরীক্ষা চলাকালেই ১৭ ও ১৮ জুন হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল রাখার প্রতিবাদে এই হরতালের ডাক দেয় জামায়াত।