ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হিন্দুত্ববাদীদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।
এ সময় বক্তারা বলেন, ‘আগরতলার এই ঘটনা ১৯৬১ সালে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যেকোনো ধরণের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক সরকারের দায়িত্ব। এক্ষেত্রে ভারত ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে যেকোনো ধরণের সহিংসতা প্রতিরোধ, কূটনীতিক, অ-কূটনৈতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়।’
মানববন্ধনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টা মাহবুবুর রহমান, জাহিদ হাসনাত বুলবুল, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, এড. আবুল হাশেম, আইন সম্পাদক নিলু, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-প্রচার সম্পাদক শাহজাহান মাদ্রাজি, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, ঢাকা মহানগর উত্তর এলডিপির সহসভাপতি মাহবুব হোসেন সাগরসহ প্রমূখ বক্তব্য রাখেন।