ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রমজান কেন্দ্র করে বাজার সহনশীল করার চেষ্টা করছি: বাণিজ্য উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৭ বার

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করার চেষ্টা করছি আমরা। চাহিদা এবং জোগানের মধ্যে যেন সমানুপাতিক হার রাখতে পারি।’

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দেশে গত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা-ব্যাকিং হোক, সাংবাদিকতা হোক… আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। এমন একটা অবস্থা থেকে ছাত্র-জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজ আমরা রূপান্তরিত করতে পারি।’

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে, একই সঙ্গে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।’

ডিআরইউ সভাপতি মো. শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রমজান কেন্দ্র করে বাজার সহনশীল করার চেষ্টা করছি: বাণিজ্য উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করার চেষ্টা করছি আমরা। চাহিদা এবং জোগানের মধ্যে যেন সমানুপাতিক হার রাখতে পারি।’

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দেশে গত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা-ব্যাকিং হোক, সাংবাদিকতা হোক… আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। এমন একটা অবস্থা থেকে ছাত্র-জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজ আমরা রূপান্তরিত করতে পারি।’

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে, একই সঙ্গে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।’

ডিআরইউ সভাপতি মো. শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মহি উদ্দিন।