সরকার এ মেয়াদেই দারিদ্র্যহার ১০ শতাংশে নামাতে চায়

আওয়ামী লীগ সরকারের এই মেয়াদেই দারিদ্র্যহার ১০ শতাংশে নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্যে ছয় দিনের সফরের চতুর্থ দিন স্থানীয় সময় সোমবার বিকালে বৃটিশ পার্লামেন্টের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ), যুক্তরাজ্য শাখার কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
দারিদ্র্যহার হ্রাসের লক্ষ্যে সরকারের প্রয়াস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এ মেয়াদে দারিদ্র্যহার ১০ শতাংশে নামিয়ে আনতে চায়।’
শেখ হাসিনা বলেন, ‘দারিদ্র্য হার এরই মধ্যে ২২ দশিমক ৭ শতাংশে নেমে এসেছে এবং আমরা আগামী সাড়ে তিন বছরের মধ্যে তা ১০ শতাংশে নামিয়ে আনতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে আমরা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আর এর মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে চাই।’
এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে বৃটেনের আরো সহায়তা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে প্রশংসনীয় সাফল্য অর্জন করছে। বর্তমানে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তবু বৃটেনের কাছ থেকে আরো সহায়তা আমাদের প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বৃটেন একটি মহান দেশ এবং দীর্ঘদিন ধরে তারা আমাদের সহায়তা দিয়ে আসছে। আশা করি—বাংলাদেশের জনগণের জন্য বৃটেন তাদের সহায়তা অব্যাহত রাখবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর