ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৬ বার

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক রদবদল হয়েছে। ক্রীড়াঙ্গণেও এর ছোয়া লেগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে বিসিবি কয়েকটি সভাও হয়েছে।

তবে এই সভাগুলোতে বোর্ডের অনেক পরিচালকই অনুপস্থিত ছিলেন। যেখানে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। গতকাল বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়েছে। এর মধ্যে আছেন সর্বশেষ সভাপতি নাজমুল হাসানও।

এর বাইরে তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের মধ্যে অন্যরা হলেন, ইসমাইল হায়দার, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী। পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও এনায়েত হোসেনের।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি বরাবর চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতা জানতে চেয়েছিল। বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটা জানতে চেয়েও চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই বিসিবি বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এদিকে বিসিবি পরিচালক নাজমূল আবেদীনকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। বোর্ড সভায় দেশের তিনটি টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিএলের নতুন সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল ১১তম আসর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

আপডেট টাইম : ১০:১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক রদবদল হয়েছে। ক্রীড়াঙ্গণেও এর ছোয়া লেগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে বিসিবি কয়েকটি সভাও হয়েছে।

তবে এই সভাগুলোতে বোর্ডের অনেক পরিচালকই অনুপস্থিত ছিলেন। যেখানে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। গতকাল বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়েছে। এর মধ্যে আছেন সর্বশেষ সভাপতি নাজমুল হাসানও।

এর বাইরে তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের মধ্যে অন্যরা হলেন, ইসমাইল হায়দার, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী। পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও এনায়েত হোসেনের।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি বরাবর চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতা জানতে চেয়েছিল। বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটা জানতে চেয়েও চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই বিসিবি বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এদিকে বিসিবি পরিচালক নাজমূল আবেদীনকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। বোর্ড সভায় দেশের তিনটি টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিএলের নতুন সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল ১১তম আসর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি।