ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাসূলুল্লাহ (সা.) অবমাননাকারীদের বিচার না করলে ভারতকে চরম মূল্য দিতে হবে : হেফাজতে ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ১১ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো। এ সময় তিনি মহান আল্লাহ, প্রিয় রাসূল (সা.) ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। তিনি আরো বলেন, আমাদের দাবি হলো বিগত সরকারের আমলে হেফাজতসহ ছাত্র জনতার ওপর যেই নির্মম হত্যাকান্ড চালানো হয়েছে তার বিচার করতে হবে।

এছাড়া জাতীয় পাঠ্যপুস্তক সম্পাদনা কমিটিতে আলেম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ভারতে রাসূলুল্লাহ (সা.) এর নামে জঘন্য কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এসব কথা বলেন

মিছিল শেষে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীর অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে। আমরা মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানেকে দ্রুত গ্রেফতার করতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, এ সময় কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী জাবের কাসেমী এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন আহমদ, মুফতী বশিরুল্লাহ, মুফতী মুনির হুসাইন কাসেমী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা এনামুল হক মুসা। সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক গত আগস্ট মাসে রাসূল (সা.) এর নামে কটুক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রামগিরি মহারাজ গত আগস্ট মাসে রাসূল (সা.)এর নামে জঘন্য কটুক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০টিরও বেশি মামলা হয়। রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী বিধায়ক নিতেশ রানে। এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। নিতেশের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাসূলুল্লাহ (সা.) অবমাননাকারীদের বিচার না করলে ভারতকে চরম মূল্য দিতে হবে : হেফাজতে ইসলাম

আপডেট টাইম : ১১:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো। এ সময় তিনি মহান আল্লাহ, প্রিয় রাসূল (সা.) ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। তিনি আরো বলেন, আমাদের দাবি হলো বিগত সরকারের আমলে হেফাজতসহ ছাত্র জনতার ওপর যেই নির্মম হত্যাকান্ড চালানো হয়েছে তার বিচার করতে হবে।

এছাড়া জাতীয় পাঠ্যপুস্তক সম্পাদনা কমিটিতে আলেম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ভারতে রাসূলুল্লাহ (সা.) এর নামে জঘন্য কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এসব কথা বলেন

মিছিল শেষে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীর অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে। আমরা মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানেকে দ্রুত গ্রেফতার করতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, এ সময় কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী জাবের কাসেমী এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন আহমদ, মুফতী বশিরুল্লাহ, মুফতী মুনির হুসাইন কাসেমী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা এনামুল হক মুসা। সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক গত আগস্ট মাসে রাসূল (সা.) এর নামে কটুক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রামগিরি মহারাজ গত আগস্ট মাসে রাসূল (সা.)এর নামে জঘন্য কটুক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০টিরও বেশি মামলা হয়। রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী বিধায়ক নিতেশ রানে। এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। নিতেশের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে।