পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। এ নিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৯ জনকে অবসর দিলো অন্তর্বর্তী সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাধ্যতামূলক অবসর দেয়া কর্মকর্তারা হলেন– বান্দরবান ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, ফেনী জেলার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাজাহান, চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মির্জা মোহাম্মদ হাছাঁন, শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আনিচুর রহমান মোল্লা, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহসিনুল কাদির।