সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির আঙিনায় গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সোহাগ আহমদ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোহাগ নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যায় স্থানীয় চেলা নদীতে বালুপাথর উত্তোলন করতে যায় সোহাগ। পরদিন সোমবার ভোর ৫ টার দিকে সোহাগের স্ত্রী নিজ বসত ঘরের আঙ্গিনায় স্বামী সোহাগ আহমদের গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য ও প্রতিবেশীরা জড়ো হয়। তাত্ক্ষণিক পুলিশে খবর দেয় তারা।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ সোহাগ আহমদের লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।