ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিরক্তিকর স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৩৮ বার

মোবাইল ফোন ব্যবহার করেন অথচ স্প্যাম কল রিসিভ করেননি এমন কাউকে সেই অর্থে খুঁজে পাওয়া যাবে না। স্মার্ট ফোন হোক বা সাধারণ ফিচার ফোন, স্প্যার্ম কল (Spam Call)-এর কারণে অনেকেই সমস্যায় পড়েন। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবিমা, ক্রেডিট কার্ড পরিষেবা প্রভৃতি জায়গা থেকে ফোন আসে, যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়।

মূলত বিভিন্ন সংস্থা তাদের পণ্য অথবা সার্ভিস বিক্রি করার জন্য অথবা প্রচার করার জন্য এই ধরনের স্প্যাম কল করে থাকেন। তবে যাই হোক, এই স্প্যাম কল থেকে মুক্তির রাস্তা খোঁজেন সবাই। কীভাবে নিজের ফোন থেকে স্প্যাম কল থেকে মুক্তি পাবেন?

স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় রয়েছে। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ যেমন রয়েছে তেমনই ফোনের বেশ কিছু অপশনের মাধ্যমে স্প্যাম কল বন্ধ করতে পারবেন। এরমধ্যে একটি অপশন হলো কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার।

স্প্যাম কল বন্ধ করার জন্য কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু –
১) প্রথমে ফোনের সেটিংস অপশন ওপেন করুন।

২) এরপর কল ফরওয়ার্ডিং অপশন খুঁজে বের করুন।

৩) কল ফরওয়ার্ডিং অপশনে আলাদা আলাদা তিনটি অপশন পাবেন।

৪) অলওয়েজ ফরওয়ার্ড, ফরওয়ার্ড হোয়েন বিজি, ফরওয়ার্ড হোয়েন আনঅ্যাটেন্ডেড। সেখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড অপশনটি সিলেক্ট করুন।

কল ব্যারিং ফিচার চালু করতে পারেন-
১) প্রথমে ফোনের কল সেটিংস অপশনটি ওপেন করুন।

২) সেখান থেকে অল ইনকামিং কলস অপশটি চালু করুন। ওই অপশনটি ওপেন করলেই পাসওয়ার্ড দিতে হবে। বেশিরভাগ ফোনে ০০০০ অথবা ১২৩৪ পাসওয়ার্ড দিতে হবে। এরপর টার্ন অন করুন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিরক্তিকর স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

আপডেট টাইম : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

মোবাইল ফোন ব্যবহার করেন অথচ স্প্যাম কল রিসিভ করেননি এমন কাউকে সেই অর্থে খুঁজে পাওয়া যাবে না। স্মার্ট ফোন হোক বা সাধারণ ফিচার ফোন, স্প্যার্ম কল (Spam Call)-এর কারণে অনেকেই সমস্যায় পড়েন। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবিমা, ক্রেডিট কার্ড পরিষেবা প্রভৃতি জায়গা থেকে ফোন আসে, যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়।

মূলত বিভিন্ন সংস্থা তাদের পণ্য অথবা সার্ভিস বিক্রি করার জন্য অথবা প্রচার করার জন্য এই ধরনের স্প্যাম কল করে থাকেন। তবে যাই হোক, এই স্প্যাম কল থেকে মুক্তির রাস্তা খোঁজেন সবাই। কীভাবে নিজের ফোন থেকে স্প্যাম কল থেকে মুক্তি পাবেন?

স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় রয়েছে। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ যেমন রয়েছে তেমনই ফোনের বেশ কিছু অপশনের মাধ্যমে স্প্যাম কল বন্ধ করতে পারবেন। এরমধ্যে একটি অপশন হলো কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার।

স্প্যাম কল বন্ধ করার জন্য কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু –
১) প্রথমে ফোনের সেটিংস অপশন ওপেন করুন।

২) এরপর কল ফরওয়ার্ডিং অপশন খুঁজে বের করুন।

৩) কল ফরওয়ার্ডিং অপশনে আলাদা আলাদা তিনটি অপশন পাবেন।

৪) অলওয়েজ ফরওয়ার্ড, ফরওয়ার্ড হোয়েন বিজি, ফরওয়ার্ড হোয়েন আনঅ্যাটেন্ডেড। সেখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড অপশনটি সিলেক্ট করুন।

কল ব্যারিং ফিচার চালু করতে পারেন-
১) প্রথমে ফোনের কল সেটিংস অপশনটি ওপেন করুন।

২) সেখান থেকে অল ইনকামিং কলস অপশটি চালু করুন। ওই অপশনটি ওপেন করলেই পাসওয়ার্ড দিতে হবে। বেশিরভাগ ফোনে ০০০০ অথবা ১২৩৪ পাসওয়ার্ড দিতে হবে। এরপর টার্ন অন করুন।