চীন সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্তত তিনজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁরা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দিয়েছেন। প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
রাত ১১টার পর থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হয়। এ সময় ‘তুমি কে, আমি কে রাজাকার রাজাকার’ বলে স্লোগান দিতে দেখা যায় তাদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী ওনার বক্তব্যের সময় মুক্তিযোদ্ধাদের নাতিরা চাকরি না পেয়ে রাজাকারের নাতিরা চাকরি পাবে বলে মন্তব্য করেছেন। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মিছিল শুরু করেছে।