থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশটির রাজধানী ব্যাংককে অবস্থান করবেন তিনি।
গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফর চলাকালে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি, থাইল্যান্ডের সরকারপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে তার।
ধারণা করা হচ্ছে বৈঠকে ছয়টি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আমরা প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।