একটি মহল বাংলাদেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখছে, তাদের এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশের সব শ্রেণির মানুষ আজ জেগে উঠেছে। এখনই সময় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করা।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ১৪ দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, ‘শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই একটি কুচক্রি মহল এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জঙ্গি হামলাসহ নানা ধরনের কৌশল অবলম্বন করছে।’
সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে জঙ্গিবিরোধী একটি মিছিল করেন ১৪ দলের নেতাকর্মীরা।