জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় নিয়ে আলোচনা হয়নি
চার দিনব্যাপী ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয়ে ডিসিদের করণীয় এবং তাঁদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেন, ‘সরকারের রাজনৈতিক ও উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। সেগুলো বাস্তবায়নে তাঁদের আরো মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা আশাবাদী, জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।’
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ‘জেলা প্রশাসকদের সম্মেলনে কৃচ্ছ্রসাধনের বিষয়ে বলা হয়েছে। তাঁরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে জড়িত। এ জন্য আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার বিষয়ে জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কৃষকদের ভেজাল ও নিম্নমানের বীজ দেওয়া হলে সরবরাহকারীকে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।’
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসন্ন রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারের মাঝে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই লিফটিং (ডিলারদের চাল ওঠানো) করতে বলেছি।’
আসন্ন রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য, যানজট, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সচিবদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট একাধিক সচিব কালের কণ্ঠকে বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিবদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবরা যেন ডিসিদের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেন, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচিব ও ডিসিদের বলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।’
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পরিবহনব্যবস্থায় চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছেন।