নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ বছরের প্রথম দিনে নেত্রকোণা মদন উপজেলায় জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে।
সোমবার (১ জানুয়ারী) সকালে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। সভাপতিত্বে করেন, উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ। উপস্থাপনায় ছিলেন, শিক্ষক মোঃ নুরুল আমিন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, শিক্ষা অফিসার মোঃ আকিকুর রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শওকত জামিল, সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট বণিক সমিতির সভাপতি আল-আমীন তালুকদার।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে অংশ গ্রহণ করেন। এতে সভাপতিত্বে করেন, মোঃ আনোয়ার হোসেন রেন্টু।
প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হওয়ায় বছরের প্রথম দিনেই বই বিতরণ সম্ভব হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। এতে করে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রবণতা বৃদ্ধি পাবে।