নিজাম উদ্দিন (নেএকোনা): নেত্রকোণা মদন উপজেলায় মাঘান উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হন আজহারুল আলম খন্দকার (কমল)।
সোমবার (১৮ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থী অংশগ্রহণ করেন। বিদ্যালয়ে পরিচালনা কমিটির ৯ সদস্যের মধ্যে ৮ জন সরাসরি ভোট প্রদান করেন। ১ জন সদস্য অনুপস্থিত ছিলেন।
এতে আব্দুল মালেক (সালেক) ও আজহারুল আলম খন্দকার (কমল) ৪ ভোট করে পান। দু’জনেই ভোট সমান পাওয়ায় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম’র উপস্থিতে, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম’র সিদ্ধান্ত মোতাবেক লটারির মাধ্যমে আজহারুল আলম খন্দকার সভাপতি নির্বাচিত হন।
নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা
একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম। সহযোগিতায় ছিলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী মোঃ আব্দুল আজিজ। নিরাপত্তার দায়িত্বে ছিলেন, এস আই মোঃ সামিউল’র নেতৃত্বে পুলিশ টিম।
নব-নির্বাচিত সভাপতি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সকলকে নিয়ে বিদ্যালয় পরিচালনা করতে চাই। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।