একই সঙ্গে চার তরুণীকে বিয়ে করেছেন কুয়েতের ২৮ বছর বয়সি এক যুবক। সাবেক স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়েই তিনি এটি করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেই বিয়ের ছবি। এতে দেখা গেছে, একজন কুয়েতি যুবক যার পরনে রয়েছে আরবীয় পোশাক এবং তার পাশে বিয়ের গাউন পরা চার সুন্দরী বধূ।
এক ব্যক্তি টুইটারে ছবিটি প্রকাশ করে ক্যাপশন হিসেবে লিখেছেন, ২৮ বছরের এই কুয়েতি একই সঙ্গে চারজন নারীকে বিয়ে করেছেন কারণ তার সাবেক স্ত্রী তাকে চ্যালেঞ্জ করেছিল সে একটি মেয়েকেও বিয়ে করতে পারবে না। ইন্টারনেটে ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তুমুল আলোড়ন তুলেছে।
তবে বিষয়টি নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর অনেকেই দাবি করেছেন, ওই চার নারী হয়তো মডেল এবং বিষয়টি নিছক মজা করার জন্য তৈরি করা হয়েছে।