ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” শ্লোগানে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিষদের হলরুমে ইউএনও মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান প্রমূখ।
পরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ৬জন অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করে।
অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিসংখ্যান অধিদপ্তরের জনশুমারী প্রকল্পের অব্যবহৃত ট্যাব উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হয়।