মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে নেত্রকোণা মদন উপজেলায় মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
“প্রতিদিন মাছ খান, সুস্থ জীবন গড়ে তুলুন” এই শ্লোগান সামনে রেখে, বুধবার (৭ জুন) দুপুরে মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মাছের পুষ্টি গুন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।
মদন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, মাছে রয়েছে ক্যালসিয়াম, আয়োডিন, আয়রন, জিংক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-ডি, ভিটামিন-এ, ভিটামিন-বি যা মানব দেহের খুবই দরকারি। এছাড়াও মাছের তেল মানব দেহে কোলেস্টেরল রাড়াতে দেয় না। মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মানসিক অবসাদ দূর হয়। মূলত এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করতেই আমাদের এই লিফলেট বিতরণ।