মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুঠুরীকোনা গ্রামে রোববার (৭ মে) বিকালে ধান কর্তন ও কৃষক সমাবেশে অংশগ্রহন করেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত বোরো ধানের সমলয়ে চাষাবাদে ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সামাবেশে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
প্রধাণ অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি ও কৃষকদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। তাই বিভিন্ন কৃষি বিষয়ক কার্যক্রমে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।
আরো উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাঈদুল ইসলাম খান মামুন মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুঠুরীকোনা গ্রামের কৃষক-কৃষাণী ও গণ মাধ্যম কর্মীগণ প্রমুখ।