ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত গোলে এগিয়ে আফ্রিকার মুসলিম দেশ মরক্কো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ১২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি কাতার বিশ্বকাপে উড়েই চলেছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। মরুর বুকে বিশ্বকাপে একের পর এক অঘটন উপহার দিয়ে যাচ্ছে আশরাফ হাকিমিরা। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে ম্যাচে ইউসেফ এন-নাসেরির দুর্দান্ত গোলে এগিয়ে গেছে মরক্কো। যার সুবাদে রোনালদোবিহীন পর্তুগিজদের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আটলাস লায়ন্সরা।

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই পর্তুগালের বিপক্ষে মাঠে নামে মরক্কো। তবে ম্যাচের চতুর্থ মিনিটেই সহজ সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু ব্রুনো ফার্নান্দেস ক্রসে জোয়াও ফেলিক্সের হেড ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এর মিনিট দুয়েক পরে কর্নার পায় মরক্কো। হাকিম জিয়েখ কর্নার কিক থেকে বল উড়িয়ে মারেন পর্তুগালের ডি-বক্সের মধ্যে। কিন্তু সেখানে থাকা ইউসেফ এন-নেসেরির শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর ১৮তম মিনিটে হাকিম জিয়েখও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ওউনাহির বাড়িয়ে দেওয়া বলে তার শট বক্সের বাইরে দিয়ে চলে যায়। বল দখলে আর আক্রমণে পর্তুগাল এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়িয়েছে মরক্কোইয়ানরা।

যার ফলে ম্যাচের ৪২তম মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা পেয়ে যায় আফ্রিকার দেশটি। মাঠের বাম দিক দিয়ে আক্রমণে ওঠে মরক্কোর ইয়াহইয়া আতিয়াতাল্লাহ মাঝ মাঠ পেরিয়ে কিছুটা সামনে এসে ক্রসে ডি-বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেখানে বেশ উপরে লাফিয়ে উঠে হেড নেন ইউসেফ এন-নাসেরি। তার দুর্দান্ত হেডে বল জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটলাস লায়ন্সরা।

বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল মরোক্কো ও পর্তুগাল। গ্রুপপর্বের সেই দুইবারের দেখায় একবার মরোক্কো ও একবার পর্তুগাল জিতেছিল। তবে নকআউট পর্বে এবারই প্রথম মুখোমুখি হয়েছে দল দুটি। আজ জিতলে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে জায়াগ করে ইতিহাস গড়বে মরোক্কো। অন্যদিকে পর্তুগাল জিতলে তৃতীয়বারের মতো সেমিফাইনালে যাবে তারা।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত গোলে এগিয়ে আফ্রিকার মুসলিম দেশ মরক্কো

আপডেট টাইম : ১০:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

হাওর বার্তা ডেস্কঃ চলতি কাতার বিশ্বকাপে উড়েই চলেছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। মরুর বুকে বিশ্বকাপে একের পর এক অঘটন উপহার দিয়ে যাচ্ছে আশরাফ হাকিমিরা। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে ম্যাচে ইউসেফ এন-নাসেরির দুর্দান্ত গোলে এগিয়ে গেছে মরক্কো। যার সুবাদে রোনালদোবিহীন পর্তুগিজদের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আটলাস লায়ন্সরা।

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই পর্তুগালের বিপক্ষে মাঠে নামে মরক্কো। তবে ম্যাচের চতুর্থ মিনিটেই সহজ সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু ব্রুনো ফার্নান্দেস ক্রসে জোয়াও ফেলিক্সের হেড ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এর মিনিট দুয়েক পরে কর্নার পায় মরক্কো। হাকিম জিয়েখ কর্নার কিক থেকে বল উড়িয়ে মারেন পর্তুগালের ডি-বক্সের মধ্যে। কিন্তু সেখানে থাকা ইউসেফ এন-নেসেরির শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর ১৮তম মিনিটে হাকিম জিয়েখও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ওউনাহির বাড়িয়ে দেওয়া বলে তার শট বক্সের বাইরে দিয়ে চলে যায়। বল দখলে আর আক্রমণে পর্তুগাল এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়িয়েছে মরক্কোইয়ানরা।

যার ফলে ম্যাচের ৪২তম মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা পেয়ে যায় আফ্রিকার দেশটি। মাঠের বাম দিক দিয়ে আক্রমণে ওঠে মরক্কোর ইয়াহইয়া আতিয়াতাল্লাহ মাঝ মাঠ পেরিয়ে কিছুটা সামনে এসে ক্রসে ডি-বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেখানে বেশ উপরে লাফিয়ে উঠে হেড নেন ইউসেফ এন-নাসেরি। তার দুর্দান্ত হেডে বল জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটলাস লায়ন্সরা।

বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল মরোক্কো ও পর্তুগাল। গ্রুপপর্বের সেই দুইবারের দেখায় একবার মরোক্কো ও একবার পর্তুগাল জিতেছিল। তবে নকআউট পর্বে এবারই প্রথম মুখোমুখি হয়েছে দল দুটি। আজ জিতলে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে জায়াগ করে ইতিহাস গড়বে মরোক্কো। অন্যদিকে পর্তুগাল জিতলে তৃতীয়বারের মতো সেমিফাইনালে যাবে তারা।