ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২৬ কোটি টাকায় বিক্রি ঘোষণা একটি গ্রাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ১৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ওয়েবসাইটে গোটা একটি গ্রাম বিক্রির ঘোষণা এলো। দাম ২৬ কোটি টাকা।  এ পরিমাণ অর্থ যে খরচ করবে সেই গ্রামটি তার হবে।

ওয়েবসাইটে গ্রামের মালিক লিখেছেন, আমি শহরে থাকি। গ্রামটি দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটা বিক্রি করতে হচ্ছে।

কেনার ক্ষমতা থাক বা না থাক গোটা একটি গ্রাম কেন বেচে দেওয়া হচ্ছে— সে কৌতূহল কার নেই!

জবাবটা কৌতূহল আরও বাড়িয়ে দেবে। বাসিন্দাদের অভাবে বিক্রি হয়ে যাচ্ছে গ্রামটি।

ইউরোপের দেশ স্পেনের উত্তর-পশ্চিমে অবস্থিত এই গ্রাম। এর নাম সালতো দে কাস্ত্রো।

মাদ্রিদ থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে পর্তুগাল সীমান্তে জামোড়া প্রদেশে গেলেই দেখতে পাওয়া যাবে সালতো দে কাস্ত্রো।

মূলত গ্রাম না বলে ছোট্ট শহর বললে অত্যুক্তি হবে না।  সেখানে ছোট ছোট অনেক ভবন আছে।  ৪৪টি বাড়ি, একটি হোটেল, একটি গির্জা, একটি স্কুল, একটি সুইমিং পুল এমনকি সিভিল গার্ডের জন্য জায়গাও আছে সেখানে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, বড় শহরমুখী প্রবণতায় গ্রামটির বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছে। তিন দশকের বেশি আগেই বাসিন্দাদের বেশিরভাগই চলে গেছেন এই গ্রাম ছেড়ে। এখন পরিত্যাক্ত গ্রামটি চাইলে বিশ্বের যে কেউ এসে কিনতে পারবেন।  এজন্য গ্রামটির মালিকানা সংস্থা রয়্যাল ইনভেস্টকে দিতে হবে বাংলাদেশি মূদ্রায় ২৬ কোটি টাকা।

রয়্যাল ইনভেস্টের কর্মকর্তা রনি রদ্রিগেজ বলেছেন, ২০০০ সালের শুরুর দিকে সালতো দে কাস্ত্রো গ্রাম কিনে নেন এক ব্যক্তি। এখানে একটি হোটেল করার স্বপ্ন ছিল। কিন্তু এটি হয়নি। তিনি এখনও প্রকল্পটি বাস্তবায়ন করতে চান।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

২৬ কোটি টাকায় বিক্রি ঘোষণা একটি গ্রাম

আপডেট টাইম : ১২:৫৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

হাওর বার্তা ডেস্কঃ ওয়েবসাইটে গোটা একটি গ্রাম বিক্রির ঘোষণা এলো। দাম ২৬ কোটি টাকা।  এ পরিমাণ অর্থ যে খরচ করবে সেই গ্রামটি তার হবে।

ওয়েবসাইটে গ্রামের মালিক লিখেছেন, আমি শহরে থাকি। গ্রামটি দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটা বিক্রি করতে হচ্ছে।

কেনার ক্ষমতা থাক বা না থাক গোটা একটি গ্রাম কেন বেচে দেওয়া হচ্ছে— সে কৌতূহল কার নেই!

জবাবটা কৌতূহল আরও বাড়িয়ে দেবে। বাসিন্দাদের অভাবে বিক্রি হয়ে যাচ্ছে গ্রামটি।

ইউরোপের দেশ স্পেনের উত্তর-পশ্চিমে অবস্থিত এই গ্রাম। এর নাম সালতো দে কাস্ত্রো।

মাদ্রিদ থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে পর্তুগাল সীমান্তে জামোড়া প্রদেশে গেলেই দেখতে পাওয়া যাবে সালতো দে কাস্ত্রো।

মূলত গ্রাম না বলে ছোট্ট শহর বললে অত্যুক্তি হবে না।  সেখানে ছোট ছোট অনেক ভবন আছে।  ৪৪টি বাড়ি, একটি হোটেল, একটি গির্জা, একটি স্কুল, একটি সুইমিং পুল এমনকি সিভিল গার্ডের জন্য জায়গাও আছে সেখানে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, বড় শহরমুখী প্রবণতায় গ্রামটির বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছে। তিন দশকের বেশি আগেই বাসিন্দাদের বেশিরভাগই চলে গেছেন এই গ্রাম ছেড়ে। এখন পরিত্যাক্ত গ্রামটি চাইলে বিশ্বের যে কেউ এসে কিনতে পারবেন।  এজন্য গ্রামটির মালিকানা সংস্থা রয়্যাল ইনভেস্টকে দিতে হবে বাংলাদেশি মূদ্রায় ২৬ কোটি টাকা।

রয়্যাল ইনভেস্টের কর্মকর্তা রনি রদ্রিগেজ বলেছেন, ২০০০ সালের শুরুর দিকে সালতো দে কাস্ত্রো গ্রাম কিনে নেন এক ব্যক্তি। এখানে একটি হোটেল করার স্বপ্ন ছিল। কিন্তু এটি হয়নি। তিনি এখনও প্রকল্পটি বাস্তবায়ন করতে চান।