হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম পর্বে সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ।
শোভাযাত্রার পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুল হক নুরু। প্রধান অতিথিকে কেক খাইয়ে দেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, সাবেক চেয়ারম্যান মো. রইছ উদ্দিন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া, কাটখাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, গোপদিঘী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া কলেজের প্রভাষক, মিঠামইন সদরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ আলোচনায় অংশ নেন।
পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।