ঢাকায় পৌছেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে তিনি ঢাকায় পৌছান। মমতা বন্দোপাধ্যায়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় দুইজন পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
একাধিক কূটনীতিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (৬ জুন) বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিস্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ওই বৈঠকে তিস্তা নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসবে। তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সমস্যার সমাধান আসবে শনিবারের বৈঠকে।
৬ জুন দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই ঢাকা সফরের কথা ছিল মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু ৭ জুন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অনুষ্ঠান থাকায় মমতা একদিন আগেই শুক্রবার রাতে ঢাকা এসেছেন। মমতা শনিবার রাতে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
একাধিক কূটনীতিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (৬ জুন) বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিস্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ওই বৈঠকে তিস্তা নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসবে। তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সমস্যার সমাধান আসবে শনিবারের বৈঠকে।
৬ জুন দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই ঢাকা সফরের কথা ছিল মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু ৭ জুন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অনুষ্ঠান থাকায় মমতা একদিন আগেই শুক্রবার রাতে ঢাকা এসেছেন। মমতা শনিবার রাতে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।