হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় বানের পানিতে ছোটবড় চার শতাধিক পুকরের মাছ ভেসে গিয়ে চাষিদের প্রায় পৌনে চার কোটি টাকা ক্ষতি হয়েছে। বন্যার শুরুতে পুকুরগুলোর চারদিকে জাল ও বাঁশের পাটি ব্যবহার করা হলেও শেষ রক্ষা হয়নি।
সিংহগ্রামের মাছ চাষি আব্দুল কদ্দুছ বলেন, আমি এ বছর চারটি ব্যক্তি মালিকানাধীন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল। বন্যায় সবকটি পুকুর তলিয়ে মাছ হাওরে ভেসে গেছে। একইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন আরও কয়েকজন মৎস্যচাষি।
উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার বন্যায় লাখাইয়ে চার শতাধিক পুকুরের মাছ হাওরে ভেসে গেছে। তলিয়ে যাওয়া পুকুরের মোট আয়তন প্রায় ৮০.৬৫ হেক্টর। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকা। তবে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার।