হাওর বার্তা ডেস্কঃ ‘পদ্মা সেতু চোখের সামনে বানাইতে দেখলাম, কবে চালু হইবো সেই চিন্তা করতাম। আজকের দিনটা দেখার লিগা অপেক্ষায় আছিলাম। আজকে পদ্মা সেতু চালু করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকাল থেকেই এরলিগা মনডা তাই ভালো। আজকা আমাগো খুশির দিন, আনন্দের দিন।’
বলছিলেন, মুন্সীগঞ্জের মাওয়া এলাকার পিঠাবিক্রেতা ফিরোজ বেগম। সকালে মাওয়া মৎস্য আড়তে দেখা হয় তার সঙ্গে।
বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আজ (শনিবার)। তাই সেতুর উদ্বোধনে এভাবেই আনন্দের কথা জানাচ্ছিলেন মুন্সীগঞ্জের মাওয়া এলাকার এই পিঠাবিক্রেতা।
ফিরোজ বেগম বলেন, ‘বাড়ি পিরোজপুরের ইন্দুরকানীতে। স্বামী নাই, পোলারে লইয়া এইখানে কাজ করি। একদিকে পদ্মা পাড়ি দেওয়ার ভোগান্তি অন্যদিকে আর্থিক সংকট। তাই বাড়ি যাওয়া হয় না।’
তবে এবার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘বারবার নামতে উঠতে হয়, আর খরচ অনেক বেশি তাই অনেক বছর বাড়ি যাই না। যাইতে পারিও না। এখানেই পিঠা বেচি, যখন যা পাই সেই কাজ করি। পদ্মা সেতু হইয়া গেছে এখন বাড়ি যাইতে পারুম। আগের মতো তো আর একবার ফেরিতে নামতে আরেকবার উঠতে হইবো না। একটা বাসে উঠলেই যাইতে আইতে পারুম। এর লিগাই ভালো লাগতাছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আইছে। আমাগো পদ্মা সেতু হইছে। খুশি আমি।’
এক ফিরোজাই নয়, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে উচ্ছ্বসিত আজ পদ্মা পাড় থেকে সারাদেশের মানুষ।
এদিকে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো স্বপ্ন, সাহস ও সক্ষমতার পদ্মা সেতু।