হাওর বার্তা ডেস্কঃ বিগত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা-আধা সড়ক। অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ভেঙ্গে খালে পড়ে যাচ্ছে।
বুধবার (২২ জুন) সকালে উপজেলার গোপালপুর বাংলা বাজার, মীরওয়ারিশপুর, কাদিরপুর, দূর্গাপুর, হাজীপুরসহ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায় সড়কের ভাঙা চিত্র। সম্প্রতি উপজেলার বাংলাবাজার-পদিপাড়া সড়কের সামছুন্নাহার স্কুল সংলগ্ন সড়ক ও বাংলাবাজার কালিকাপুর মাদ্রাসার ছাত্রাবাস এলাকার সড়কটি নির্মাণ করা হয়। কিন্তু কয়েক দিনের টানা বর্ষণে সড়কটি বেশ কয়েকটি অংশ ভেঙ্গে খালে পড়ে যায়। দ্রুত এটি সংস্কার করা না হলে দু’এক দিনের মধ্যেই পুরো সড়ক ভেঙ্গে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলা বাজারের একাধিক ব্যবসায়ী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সড়কটি ভেঙ্গে খালে পড়ে গেলে আমরা চরম দুর্ভোগের মধ্যে পড়বো।
বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু জানান, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে আমরা আপাতত বালুর বস্তা দিয়ে সড়ক ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করবো।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম জানান, অতিবৃষ্টিতে উপজেলার কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। সরেজমিন গিয়ে সড়কগুলো সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।