ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বন্যাকবলিত সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। তারা খাবার, সুপেয় পানি, ওষুধসহ নানা সংকটে পড়েছেন। তারা বর্তমানে শহরের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছেন। উদ্ধারের জন্য তারা আরজি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দলটি তিন দিন আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়েছিল। বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ অবস্থায় ভ্রমণে যাওয়া ঢাবির এই শিক্ষার্থীরা সুনামগঞ্জের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।

আটকাপড়াদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শোয়াইব আহমেদ। তিনি শুক্রবার গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। এই পরিস্থিতিতে তারা সুনামগঞ্জ শহরের ‘পানসী’ নামের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। সেখানে তারা আরও অনেকের সঙ্গে আটকা পড়েন।

শোয়াইব আহমেদ বলেন, আমরা এখানে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছি। এখানে শৌচাগারের ব্যবস্থাও নেই। মোবাইল ফোনের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না। সব মিলিয়ে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। আমাদের মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে। আমাদের উদ্ধারের জন্য আবেদন করছি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এ বিষয়ে আমরা সহযোগিতা কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী

আপডেট টাইম : ০৫:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২

হাওর বার্তা ডেস্কঃ বন্যাকবলিত সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। তারা খাবার, সুপেয় পানি, ওষুধসহ নানা সংকটে পড়েছেন। তারা বর্তমানে শহরের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছেন। উদ্ধারের জন্য তারা আরজি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দলটি তিন দিন আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়েছিল। বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ অবস্থায় ভ্রমণে যাওয়া ঢাবির এই শিক্ষার্থীরা সুনামগঞ্জের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।

আটকাপড়াদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শোয়াইব আহমেদ। তিনি শুক্রবার গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। এই পরিস্থিতিতে তারা সুনামগঞ্জ শহরের ‘পানসী’ নামের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। সেখানে তারা আরও অনেকের সঙ্গে আটকা পড়েন।

শোয়াইব আহমেদ বলেন, আমরা এখানে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছি। এখানে শৌচাগারের ব্যবস্থাও নেই। মোবাইল ফোনের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না। সব মিলিয়ে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। আমাদের মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে। আমাদের উদ্ধারের জন্য আবেদন করছি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এ বিষয়ে আমরা সহযোগিতা কামনা করছি।