নির্বাচনে কে জিতবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ নেই : রাষ্ট্রদূত

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক মানের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনের ভূমিকাই যথেষ্ট নয়; এজন্য সরকার, রাজনৈতিক দল গণমাধ্যম, এনজিও এবং বাংলাদেশের জনগণের ভূমিকা রাখতে হবে।

আজ বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিটার ডি হাস আরো বলেন, নির্বাচনে কে জয়ী হবে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই।

 আমরা কেবল এমন একটি নির্বাচন চাই যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতাকে বেছে নেবে।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শ আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন ও বাংলাদেশের জনগণ।

কী জন্যে এসেছিলেন এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনমাস হলো এসেছি। আপনারা হয়তো দেখেছেন আমি আরো একাধিক জায়গায় সাক্ষাতে গিয়েছি। এ ধরণের সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশে কী হচ্ছে সেটা বোঝার সুযোগ পাচ্ছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর