ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফিনালিসিমা জিতে বিশ্বরেকর্ডের আরও কাছে মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ১২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা।

এদিন নি জ দেশের জার্সি গায়ে শুরু থেকেই উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। সারা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন।

তিনি নিজেও দারুণ কয়েকটি শট নিয়েছেন লক্ষ্য বরাবর।

তবে জিয়ানলুইজি ডনারুমার অতিমানবীয় পারফরম্যান্সের সামনে আটকে গেছে তার সব চেষ্টা। এর পরও ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তারই হাতে। কারণ গোল করতে না পারলেও তিন গোলের মধ্যে দুটোতে তার অবদান।

এদিকে শিরোপা বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি। প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ৪০টি শিরোপা জিতেছেন মেসি।

ছয়টি শিরোপা বেশি নিয়ে প্রথম অবস্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। ৪৬টি শিরোপা জিতে বর্তমানে এই রেকর্ড নিজের দখলে রেখেছেনে মেসির সাবেক ক্লাব সতীর্থ।

অর্থাৎ ক্লাব আর জাতীয় দল মিলিয়ে আর ছয়টি শিরোপা হলেই আলভেসকে ছুঁয়ে ফেলবেন মেসি।

৪০টি শিরোপার মধ্যে ৩৫টি বার্সেলোনার হয়ে পেয়েছেন মেসি। আর সদ্যসমাপ্ত মৌসুমে তার নতুন দল পিএসজির হয়ে জিতেছেন লিগ আঁর শিরোপা। এ গেল ক্লাব পর্যায়ে;  জাতীয় দলের হয়ে তার শিরোপার সংখ্যা ৪টি।

কাতালানদের হয়ে মেসি জিতেছেন ১০টি লিগ, আটটি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, তিনটি করে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফিনালিসিমা জিতে বিশ্বরেকর্ডের আরও কাছে মেসি

আপডেট টাইম : ১১:২৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

হাওর বার্তা ডেস্কঃ ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা।

এদিন নি জ দেশের জার্সি গায়ে শুরু থেকেই উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। সারা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন।

তিনি নিজেও দারুণ কয়েকটি শট নিয়েছেন লক্ষ্য বরাবর।

তবে জিয়ানলুইজি ডনারুমার অতিমানবীয় পারফরম্যান্সের সামনে আটকে গেছে তার সব চেষ্টা। এর পরও ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তারই হাতে। কারণ গোল করতে না পারলেও তিন গোলের মধ্যে দুটোতে তার অবদান।

এদিকে শিরোপা বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি। প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ৪০টি শিরোপা জিতেছেন মেসি।

ছয়টি শিরোপা বেশি নিয়ে প্রথম অবস্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। ৪৬টি শিরোপা জিতে বর্তমানে এই রেকর্ড নিজের দখলে রেখেছেনে মেসির সাবেক ক্লাব সতীর্থ।

অর্থাৎ ক্লাব আর জাতীয় দল মিলিয়ে আর ছয়টি শিরোপা হলেই আলভেসকে ছুঁয়ে ফেলবেন মেসি।

৪০টি শিরোপার মধ্যে ৩৫টি বার্সেলোনার হয়ে পেয়েছেন মেসি। আর সদ্যসমাপ্ত মৌসুমে তার নতুন দল পিএসজির হয়ে জিতেছেন লিগ আঁর শিরোপা। এ গেল ক্লাব পর্যায়ে;  জাতীয় দলের হয়ে তার শিরোপার সংখ্যা ৪টি।

কাতালানদের হয়ে মেসি জিতেছেন ১০টি লিগ, আটটি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, তিনটি করে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।