সাতক্ষীরায় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা

হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ৮ দিন বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এর প্রভাব পড়েছে দেশীয় পেঁয়াজ বাজারে।

প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ১০-১২ টাকা বেড়েছে। গত ৫ মে থেকে বাণিজ্য মন্ত্রনালয় আইপি (ইনপোর্ট পারমিট) না দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বর্তমানে বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। ৫-৭ দিন আগে এই পেঁয়াজের মূল্য ছিল ২৪-২৫ টাকা। খুচরা বাজারে আরও দুই টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিকেজি পেঁয়াজের মূল্য কমপক্ষে ১০-১২ টাকা বেড়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বর্তমানে বাজারে পর্যাপ্ত দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। বাছাইকৃত ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৩২ টাকা দরে। খুচরা বাজারে গিয়ে আরও কয়েক টাকা দাম বেড়েছে। এছাড়া বর্তমানে এলসি পেঁয়াজ বাজারে নেই। সামান্য কিছু থাকতে পারে। বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকায় আশা করি বাজারে কোনো প্রভাব পড়বে না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর