হাওর বার্তা ডেস্কঃ মুম্বাই বাংলাদেশের উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে জাতীয়
পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, কেককাটা, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনের ওপর নির্মিত
প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর জাতির পিতার মহান আত্মার মাগফিরাত, তাঁর
পরিবারের সদস্যদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত
করা হয়। মোনাজাতের পর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। মুম্বাই-এ নিযুক্ত
বাংলাদেশের উপ হাইকমিশনার চিরঞ্জীব সরকার আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে সমাপনী
বক্তব্য রাখেন।
তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির
প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবিস্মরণীয়
অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধশালী
বাংলাদেশ গড়তে বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য নতুন প্রজন্মকে আহ্বান জানান।
এরপর জাতির পিতার জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ দিন শিশু-কিশোরদের
উপস্থিতিতে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী সকল শিশু-
কিশোরদের হাতে উপহার তুলে দেয়া হয়।
#