কিশোরগঞ্জ প্রতিনিধি: আগামীকাল ২১শে এপ্রিল কয়েক ঘন্টার সফরে কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলা সফরে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
ইতিমধ্যে মিটামইন উপজেলাকে সাজানো হয়েছে তোরণ, ব্যানারসহ রাস্তার দুপাশে ফুলের টব দিয়ে।
২১ শে এপ্রিল মিটামইন উপজেলায় বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর উন্মোচন ও স্থানীয়সুধীজনদের সাথে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন (এনডিসি) মোমেনা আক্তার।
অন্যদিকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান জানান, আমরা ৫ স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। মিটামইন উপজেলায় সকাল ১১.১০মিনিটে এসে বিকাল ৪টা ১০মিনিটের সময় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্য মিটামইন ত্যাগ করবেন বলে জানিয়েছেন রাষ্টপতির প্রটোকল অফিসার।