হাওর বার্তা ডেস্কঃ হালের ক্রেজ আইফোনের আবেদন ১০ বছর আগেও একই ছিল। ১০ বছর আগে সাধের আইফোনটি হারিয়ে ফেলেছিলেন এক নারী। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও সাধের আইফোনটি কোথাও খুঁজে পাননি তিনি। এক দশক পর সেই হারানো ফোনটি পেয়ে একদম তাজ্জব বনে গেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা বেকি ব্যাকহ্যাম সে সময় আইফোন হারিয়েও তাজ্জব হয়ে গিয়েছিলেন। কারণ বাড়ি থেকে কোথাও বের না হলেও তার মোবাইল লাপাত্তা হয়ে যায় বলে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
২০১২ সালের অক্টোরবে বেকির মোবাইল হারিয়ে যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
তবে এতো বছর পর টয়লেটে আইফোন পাওয়ার পেছনের ঘটনাও কম চমকপ্রদ নয়।
নিউইয়র্ক টাইমস জানায়, বেকি ও তার স্বামী ফ্ল্যাশ করার পর টয়লেটে ‘অদ্ভুত শব্দ’ শুনতে পেতেন। সেই শব্দের সন্ধান করতে গিয়েই টয়লেটের পাইপের ভেতর আটকে থাকা আইফোনের খোঁজ মেলে।
ফোনের পিছনের অংশটি খোলা ছিল, তবে আইফোনটি টয়লেট পাইপে ১০ বছর কাটানোর তুলনায় ভালো অবস্থায় ছিল বলে বেকি ফেসবুক পোস্টে দাবি করেছেন।