গোপদিঘী ইউপি চেয়ারম্যান-মেম্বারদের অভিষেক ও দোয়া অনুষ্ঠিত

রফিকুল ইসলামঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের অভিষেক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে এই অভিষেক অনুষ্ঠান এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

গোপদিঘী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও আ. হাই আল হাদীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।3
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. শরীফ কামাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইব্রাহীম মিয়া।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরুল হক ভূঞা, গোপদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীরফত আলী মীর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আলী আজগর ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আহমেদ ভূঞা ও মো. চাঁন মিয়া, গোপদিঘী জিন্নাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান রতন, গোপদিঘী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. রইছ উদ্দিন, শ্যামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. আমিনুল হক, সাংবাদিক নাসির উদ্দিন হারুন, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ।2
অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আকাশসহ মেম্বারদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে ইউনিয়নবাসীর সেবা নিশ্চিত করে সরকারের উন্নয়ন কাজকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন মাওলানা এহতেসামুল হক ও পবিত্র গীতা পাঠ করেন ইন্দ্রজিৎ বর্মন।

পরিশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইয়াকুব আলী।

প্রসঙ্গত উল্লেখ্য, নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আকাশ গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ ও ২১ ফেব্রুয়ারি গোপদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল হকের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।  #

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর