হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিন একটি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হওয়ার পর রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে আবারও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের রোববার (৬ ফেব্রুয়রি) এর জন্যে প্রকাশিত কার্যতালিকায় (কজলিস্টে) দেখা যায়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির একটি বেঞ্চ। যেখানে ৬৩৯টি মামলার উল্লেখ রয়েছে। অন্যদিকে আপিল বিভাগের অপর বেঞ্চে জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে রয়েছে আরও ৫০টি মামলা।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগে বর্তমানে বিচারপতি আছেন ৭ জন। অন্য ৬ জন হলেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
অন্যদিকে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি হওয়ার পর ছুটিতে চলে গেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।