পয়লা বৈশাখে ব্যাপক সমালোচনা সত্ত্বেও উন্মুক্ত স্থানে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বিধিনিষেধ বহাল রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
সোমবার ডিএমপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গৃহীত নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, পয়লা বৈশাখে বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা না গেলেও ‘ইনডোরে, সুরক্ষিত স্থানে’ সন্ধ্যার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে পারে।
গত বছরের বর্ষবরণে যৌন হয়রানির বিষয়টি উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, উত্ত্যক্তকারীদের ঠেকাতে এবার পুলিশের বিশেষ দল মাঠে থাকবে। নয়টি ওয়াচ টাওয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় বর্ষবরণেরে উৎসব পর্যবেক্ষণ করা হবে।