হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) রাতে পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, কুমিল্লা নগরীর শুভপুর এলাকার নাজিম ওরফে পিচ্চি নাজিম ও চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী গ্রামের রিশাত ওরফে নিশাত। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই পরিমল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শুভপুর এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি নাজিম ও চৌদ্দগ্রামের গুণবতী থেকে নিশাতকে গ্রেফতার করা হয়। এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নাজিম ও রিশাতকে শনাক্ত করা হয়। কাউন্সিলর হত্যায় ব্যবহার করা অস্ত্রের অন্যতম জোগানদাতা হলেন রিশাত।
এর আগে ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে বসেছিলেন কাউন্সিলর সোহেল। এসময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনিসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান।
ঘটনার পরদিন রাত সোয়া ১২টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে মামলা করেন। এতে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়।