হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের হিলিসহ আশেপাশের এলাকাগুলোতে গতকাল সোমবার থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করেছে দিনাজপুর আবহাওয়া অফিস।
সেই সঙ্গে বাতাসের আদ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১১ থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে বলেও জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।
এদিকে সকাল থেকে রোদের দেখা মিললেও তাপমাত্রা কমার কারণে শীতের প্রকোপ অনেক বেশি। বিপাকে পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষগুলো। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত শীত নিবারণের জন্য কোনো গরম কাপড় বিতরণ করা হয়নি।