বৈশাখের আগেই বাড়তে শুরু করেছে ইলিশের দর। এক সপ্তাহের ব্যবধানে এক একটি ইলিশে বেড়েছে ৫শ` থেকে ৭শ` টাকা পর্যন্ত। পাশাপাশি সবজির বাজারে বেড়েছে সিম, গাজর, টমেটো। বিক্রেতার বলছেন মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণেই এ সব সবজির দর ঊর্ধ্বমুখী।
বৈশাখের এখনও ঢের বাকি থাকলেও এরই মধ্যে ইলিশের দামে যেন বৈশাখী আমেজ লাগতে শুরু করেছে রাজধানীর মাছের বাজারে। নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও বাজারে সরবরাহ রয়েছে যথেষ্ট। তবে দাম ছুটছে বিপরীত দিকে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মাঝারি আকারের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ` টাকা দরে। বিক্রেতারা বলছেন বৈশাখের চাহিদার কারণেই ইলিশের দর ঊর্ধ্বমুখী।
অন্যান্য বছর বৈশাখের আগে ইলিশের দর বাড়লেও এবার আগেভাগেই দর বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা।
এদিকে, কাঁচাবাজারে সবজির সরবরাহে কোন ঘাটতি না থাকলেও দর বাড়ার কোন কারণ দেখছেন না ক্রেতারা। তারা বলছেন বাজার মনিটরিং এ সরকারি পদক্ষেপ জরুরি।