হাওর বার্তা ডেস্কঃ চাঁদপুরের ফরিদগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাদিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের মিজিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু নাদিয়া ওই বাড়ির প্রবাসী মো. বাহাউদ্দিন মিজির ছেলে।
শিশুর মামা রবিউল ইসলাম জানান, সকালে তার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত। এরই ফাঁকে নাদিয়া খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেকক্ষণ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরহাদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।